• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঈদের ছুটি শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:৩১ পিএম
ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশে ছুটি। আর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের ছুটি তিন দিন। সব মিলিয়ে পাঁচ দিনের ঈদের ছুটি।

এদিকে ঈদ যদি রোববার (২৩ এপ্রিল) হয়। সেক্ষেত্রে ছুটি আরেক দিন বাড়বে। এবার রমজান মাস ২৯ দিন ধরে শনিবার (২২ এপ্রিল ) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। আর যদি রমজান মাস ৩০ দিনে হয় সেক্ষেত্রে রোববার দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। যদিও সেটা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

এর আগে গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান। এর পরের দিন ১১ এপ্রিল এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Link copied!