• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৭:২৩ পিএম
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার (২৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করল সরকার। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এর আগে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

এবার ঈদে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
 

Link copied!