• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

এনআইডিতে ধর্ম পরিবর্তনে যেসব কাগজপত্র প্রয়োজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৭:১৯ পিএম
এনআইডিতে ধর্ম পরিবর্তনে যেসব কাগজপত্র প্রয়োজন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ধর্ম পরিবর্তন করতে সংশোধনী আবেদনের সঙ্গে প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম পরিবর্তন কিংবা ধর্ম পরিবর্তনের কারণে এনআইডিতে নিজের নাম, পিতা-মাতার নাম, বা স্বামী কিংবা স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে প্রমান হিসেবে বিভিন্ন কাগজপত্র প্রয়োজন। এগুলো হলো—

১. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। 
২. প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার্ড কাজির প্রদত্ত কাবিননামা। 
৩. প্রযোজ্য শিক্ষা সনদ (জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সংশোধিত শিক্ষা সনদ প্রদানের অঙ্গীকার নামা)। 
৪. মেয়র বা চেয়ারম্যানের সইযুক্ত প্রদত্ত প্রত্যয়নপত্র।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কাগজপত্রসহ আবেদনপত্র নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এরপর সেটি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার পর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তি করবেন।

Link copied!