• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০১:২৮ পিএম
জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
আলোচনা ও দোয়া মাহফিল। ছবি : সংবাদ প্রকাশ

জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানের অকাল প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিলের যৌথ আয়োজন করেছে জাস্টিস ফর জার্নালিস্ট ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ডিইউজে সিনিয়র সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা ও নুরে জান্নাত সীমা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!