• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিএসপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৩:৫৫ পিএম
নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিএসপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অধীনে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

শনিবার (২৬আগস্ট) সন্ধ্যায় বিএসপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির প্রধান সুশান্ত চন্দ্র বর্মন শান্ত।

সুশান্ত চন্দ্র বর্মন শান্ত বলেন, “আমরা বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে সংকট ও পরিস্থিতি তা বোঝার চেষ্টা করছি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমাদের একটি বিশেষজ্ঞ দল দুই রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও তাদের নির্বাচনী কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে। তারপরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

সুশান্ত চন্দ্র বর্মন শান্ত আরও বলেন, “দেশের মানুষ যে দলকে চাইবে ও আমাদের দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনে যে দলকে সমর্থন দেবেন, সেই দলের হয়ে মাঠে কাজ করব।”

অনুষ্ঠানে যোগ দেওয়া অন্য নেতারা বলেন, “একদিকে যেমন দেশের মানুষ জ্বালাও-পোড়াও চায় না। তেমনি ভোট থেকে বঞ্চিত থাকতেও চায় না। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করব কিনা তা বলার সময় আসেনি।”

দলটির সাধারণ সম্পাদক কালী পদ চক্রবর্তী বলেন, “কিছুদিন আগে নিবন্ধন না পাওয়া ১০টি দলের মধ্যে তিনটি ও নতুন আরও অনিবন্ধিত ৯টিসহ ১২টি দলের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক মোর্চা তৈরি করছি।”

কালী পদ চক্রবর্তী আরও বলেন, “এখন থেকে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি কেমন হবে তা নির্ধারণ করব আলাপ-আলোচনার মাধ্যমে। আগামী নির্বাচনে দলীয়ভাবে নির্বাচন না করতে পারলেও প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের দলের লোকেরা ৩০০ আসনে নির্বাচন করবে। যদি নির্বাচনে সবাই সমান সুযোগ পায় ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়। তাহলে বাংলাদেশ সনাতন পার্টির জয় কেউ ঠেকাতে পারবে না।”
 

Link copied!