• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

জাল সার্টিফিকেট তৈরির কারখানায় ডিবির অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ১২:৩৩ পিএম
জাল সার্টিফিকেট তৈরির কারখানায় ডিবির অভিযান
ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে একটি নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল অবৈধ সার্টিফিকেট, মার্কশিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, রাজধানীতে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে আসছিল। তেমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

Link copied!