• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

শুক্র-শনিবারও লিফলেট বিতরণ করবে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০২:২৩ পিএম
শুক্র-শনিবারও লিফলেট বিতরণ করবে বিএনপি
বিএনপির লোগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময়সীমা আরও দুই দিন বাড়িয়েছে বিএনপি। ঘোষণা অনুযায়ী আগামী শুক্র ও শনিবার একই কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের তিন দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও দুই দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্র ও শনিবার সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাধারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্র ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পাশাপাশি অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!