• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘বিএনপি প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:১৫ এএম
‘বিএনপি প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে’
আমান উল্লাহ আমান। ফাইল ফটো

যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, “বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে।”

সোমবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

এসময় আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, “শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন।”

এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “পাঠ্যবইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!