আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে।
বুধবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার রাঙামাটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে আর বাকিরা সাভারের এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম সানভী, সিনিয়র মুখ্য সংগঠক হৃদয় হাসান ও সিটি ইউনিভার্সিটি শাখার সদস্যসচিব তাওহিদুল ইসলাম শান্ত।
আহতদের দাবি, বুধবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাঙামাটি এলাকায় বেড়াতে যান। এ সময় স্থানীয়দের কাছে জানতে পারেন পরিবেশ দূষণকারী একটি সীসা কারখানার ধোঁয়ার এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে এবং জনস্বাস্থ্যও হুমকিতে।
পরে তারা কারখানাটির ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা হয়। পরে তাদের এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন।