• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসাদ আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৬:১৫ পিএম
অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসাদ আলম

আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ মে) মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ভিয়েনায় মোহাম্মদ আবদুল মুহিতের পদে স্থলাভিষিক্ত হবেন।

এর আগে আসাদ আল সিয়াম ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ম্যানিলায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধান ছিলেন। তিনি বিদেশে দায়িত্ব পালনের সময় মিলানের প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকক, জাকার্তা ও ম্যানচেস্টারে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী আসাদ আলম সিয়াম ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!