ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; ঢাকা জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাগুলোর নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ এবং এ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতিতে করণীয় ও প্রস্তুতি নিয়ে এ সভায় আলোচনা হবে। সভা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।