• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বুধবার ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবে আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৫:৫৬ পিএম
বুধবার ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবে আ.লীগ
ফাইল ফটো

ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; ঢাকা জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাগুলোর নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ এবং এ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতিতে করণীয় ও প্রস্তুতি নিয়ে এ সভায় আলোচনা হবে। সভা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

Link copied!