• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ১০:০৮ এএম
অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই

জনপ্রিয় অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এ অভিনেত্রী।

মিতা চৌধুরীর মেয়ে নাভিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট করে নাভিন জানান, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা গেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এ অভিনেত্রী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন তিনি। অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন মিতা চৌধুরী। তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। এছাড়াও বরফ গলা নদী, ডলস হাউজসহ নানা বিখ্যাত নাটকে অভিনয় করেছেন তিনি।

বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

Link copied!