• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ইসি ভবনের আশপাশে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৫:২১ পিএম
ইসি ভবনের আশপাশে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচন তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।

রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।

এদিকে, সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া র‌্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে।  নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Link copied!