বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন করে শত্রুপক্ষ হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামনে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সব বাধা অতিক্রম করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল পরাজিত শক্তি।
এম





























