• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৬ পুলিশ সুপারকে বদলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৯:২৫ পিএম
১৬ পুলিশ সুপারকে বদলি
ফাইল ফটো

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপনের তথ্যানুসারে, নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, ডিএমপির মোহা. মেহেদী হাসানকে নড়াইল জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে এবং ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!