রাজধানীর বাসাবোতে চোর সন্দেহে হৃদয় (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে বাসাবো খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সবুজবাগ থানা-পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মুমূর্ষু অবস্থায় পুলিশ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খেলার মাঠে নির্মাণাধীন ক্লাবের দায়িত্বরত কন্ট্রাকটর, ম্যানেজার ও কেয়ারটেকার দাবি করে জানান, রাতে বাউন্ডারি টপকে ওই যুবক ভেতরে চুরি করতে ঢোকে। তারা তাকে আটক করে। এরপর তাকে হাত-পা বেঁধে পেটায়।
এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে মূল ঘাতক দুজনকে আটক করা হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান আনোয়ার হোসেন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    

































