• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

এক বছরের চুক্তিতে রাজউক চেয়ারম্যান থাকছেন আনিছুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৯:৪৮ পিএম
এক বছরের চুক্তিতে রাজউক চেয়ারম্যান থাকছেন আনিছুর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়াকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ২ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

গত বছরের ৪ জুন রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আনিছুর রহমান। এরপর সচিব পদে পদোন্নতি পান তিনি। রাজউক চেয়ারম্যান হিসেবে চুক্তিতে সচিব পদেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

Link copied!