• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

“জিয়াকে ‘ঠান্ডা মাথার খুনি’ বলায় আমার ওপর হামলা”


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০২:৪৫ পিএম
“জিয়াকে ‘ঠান্ডা মাথার খুনি’ বলায় আমার ওপর হামলা”
ফাইল ছবি

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, “এক রায়ে ‘জিয়াকে ঠান্ডা মাথার খুনি’ বলে উল্লেখ করায় আমার ওপর হামলা হয়েছে।”

সোমবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ আয়োজিত ‘৭ নভেম্বর : মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভা’য় তিনি এ কথা বলেন।

বিচারপতি মানিক বলেন, “কয়েকদিন আগে আমার ওপর আক্রমণ করা হয়েছিল, এটি আপনারা সবাই জানেন। আমি এক রায়ে ‘খুনি জিয়াকে ঠান্ডা মাথার খুনি’ বলে উল্লেখ করেছিলাম। আর এই রায় তো সারাজীবন বেঁচে থাকবে। এটি ‘খুনি জিয়ার লোকদের’ পছন্দ হয়নি।”

বিচারপতি মানিক বলেন, “এই ঠান্ডা মাথার খুনির কবর আমাদের মহান সংসদ ভবনের চত্বরে রয়েছে। তার এই স্থাপনা অবিলম্বে সরিয়ে দেওয়া হোক। এখানে তিন জন সংসদ সদস্য আছেন, তাদের কাছে আমার এই দাবি। একইসঙ্গে তার মরণোত্তর বিচার অবশ্যই করা হোক।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!