• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

করোনায় আক্রান্ত আরও ২৯ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৭:২৮ পিএম
করোনায় আক্রান্ত আরও ২৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৩ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ০১ শতাংশ। সোমবার (১৪ নভেম্বর) করোনা শনাক্তের হার ছিল দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৯১ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। সোমবার (১৪ নভেম্বর) সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৮০ শতাংশ।

Link copied!