আগামী ৭ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।
জানা গেছে, দীর্ঘ প্রায় ছয় মাস পর কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। দলটি গত দুটি সম্মেলন নির্ধারিত সময়েই করেছে। ২২তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।
গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।































