• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

তৃতীয় দিনে প্রার্থিতা পেতে ইসিতে ১৫৫ জনের আপিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৬:০৯ পিএম
তৃতীয় দিনে প্রার্থিতা পেতে  ইসিতে ১৫৫ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন।

তাদের মধ্যে ১৫১ জন নিজের প্রার্থিতা ফেরত পেতে এবং চারটি আপিল আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য।

এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮ জনে। এর মধ্যে মোট সাতজনের প্রার্থিতা বাতিলের আবেদনও রয়েছে। প্রথম দিনে ছিল ৪২ জন। দ্বিতীয় দিন ছিল ১৪১ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

ইসি জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি, আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

৯ ডিসেম্বর পর্যন্ত সংক্ষুব্ধরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে, উভয়ের জন্যই আপিল করা যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!