• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২,

আলু বেশি, মাংস কম—ধরে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:০৫ পিএম
আলু বেশি, মাংস কম—ধরে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক প্রস্তুতি দেখতে সরেজমিনে ছুটে চলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সেই অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শনকালে সেখানকার রান্নাঘর অবধি ঢুকে পড়েন তিনি।

এদিন সেখানে খাবার ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে সমস্যা না দেখলেও তার কণ্ঠে শোনা গেল মজার এক অভিযোগ।

খাবারের মান দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মাংস ও আলুর অনুপাত নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'এখানে তো মাংসের চেয়ে আলু অনেক বেশি।' এক পর্যায়ে তিনি গণনা শুরু করেন। দেখেন আসলেই মাংসের চেয়ে আলুর টুকরোর পরিমাণ তুলনামূলক বেশিই। পাশাপাশি রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গে কথাও বলেন তিনি। চাল ও ডালের গোডাউনও ঘুরে দেখেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। খাবারের সার্বিক মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মান আরও উন্নীত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে।

এসময় নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Link copied!