• ঢাকা
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২,

অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১০:০৪ এএম
অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কাজ ও নেতৃত্বের প্রতি জনবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সদ্য প্রকাশিত এক জাতীয় জরিপ। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বর্তমান সরকারের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মতামত দিয়েছেন।

জরিপ প্রতিবেদন অনুযায়ী, উত্তরদাতাদের ৬৯ শতাংশ মনে করেন ড. ইউনূস তাঁর দায়িত্ব “সন্তোষজনকভাবে” পালন করছেন। একইভাবে ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে মোটের ওপর সন্তুষ্ট।

আইআরআই এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে চলমান সংস্কার ও পরিবর্তনের সম্ভাবনা জনগণ স্পষ্টভাবে উপলব্ধি করছে। তাঁর বক্তব্যে উঠে আসে—এই আস্থা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা ও কাঠামোগত সংস্কার সম্পর্কে জনগণের প্রত্যাশাকে আরও জোরালোভাবে তুলে ধরে।

জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উচ্চমাত্রার উৎসাহও ধরা পড়ে। ভোটারদের ৬৬ শতাংশ ভোট দেওয়ার ব্যাপারে “অত্যন্ত আগ্রহী” বলে মত দেন, আর ২৩ শতাংশ জানান তাঁরা “মোটামুটি আগ্রহী”। অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

জোহান্না কাও মনে করেন, এই ইতিবাচক মানসিকতা ইঙ্গিত দেয় যে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা এবং নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করতে সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

বাংলাদেশে নীতিনির্ধারণ, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মতামত বোঝার জন্য আইআরআই নিয়মিতভাবে জনমত জরিপ পরিচালনা করে আসছে। আসন্ন নির্বাচন সামনে রেখে প্রতিষ্ঠানটি গঠনমূলক ও ইস্যুভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!