• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জামায়াত বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল, কতটি দিতে চায়, যা বললেন মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২০ পিএম
জামায়াত বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল, কতটি দিতে চায়, যা বললেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি; সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সম্পর্ক শীতল হয়ে উঠছে। মূল বিরোধ দেখা দিয়েছে আসন ভাগাভাগি এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে।

সম্প্রতি কলকাতার দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছে। তবে বিএনপি এতে আগ্রহ দেখায়নি।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি।’

ফখরুল আরও জানান, জামায়াত তাদের ক্ষমতার তুলনায় অতিরিক্ত গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে। ‘জামায়াত যত বড় শক্তি নয়, আমরা আগেও অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি,’ মন্তব্য করেন ফখরুল।

এদিকে জামায়াতে ইসলামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে চাইলেও বিএনপি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিএনপির অবস্থান, নির্বাচন হবে প্রচলিত নিয়মেই।

ফখরুল বলেন, ‘মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায়, সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। জামায়াতও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।’

বিএনপি মহাসচিব আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো সন্দেহ বা অশান্তির আশঙ্কা নেই।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!