রাজধানীর বাজারে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজি সাধারণ ক্রেতার নাগালের বাইরে। পেঁপে-আলু ছাড়া ৮০ টাকার নিচে সবজি নেই।
এ ছাড়া মাছ, মুরগি, ডিম, পেঁয়াজ, খোলা আটা ও ডালসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম আগের তুলনায় অনেক বেশি। খাদ্যপণ্যের চড়া দামে অস্বস্তিতে রয়েছে ভোক্তা। আগুন দামের কারণে বাজারে সবজি কিনতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে ক্রেতার। অনেকে সবজি কেনা কমিয়েও দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমান বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশ কম। এ কারণে আগের তুলনায় দাম বেড়েছে। একই সঙ্গে মাছ, মুরগি ও মুরগির ডিমের দামও বাড়তি।
রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি গোল বেগুন মানভেদে ১৪০ থেকে ২০০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা।
এ ছাড়া ঢেঁড়স ও পটোল ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা, ধুুন্দল ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙা ৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ১৮০ টাকা, নতুন শিম ২২০ থেকে ২৪০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালকুমড়া প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, লম্বা লাউ ৮০ থেকে ৯০ টাকা। কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকা।
মুরগি ও ডিম এখনো চড়া
এখনো আগের বাড়তি দামে মুরগি ও ডিম বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। ফার্মের মুরগির ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা।