• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোক, হাসপাতালে জবি ছাত্রদল নেতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৩:৫৬ পিএম
খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোক, হাসপাতালে জবি ছাত্রদল নেতা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসার খবরে প্রটোকল বহরে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আজিজুর রহমান। এসময় প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোক করেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় জবি ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল বহর থেকে তিনি হিট স্ট্রোক করেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেন দলীয় নেতাকর্মীরা।

আজিজুর রহমান জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পদে আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “দেশনেত্রী দেশে আসবে শুনে খুশিতে সারারাত নির্ঘুম থেকে প্রোগ্রামে আসায় এবং প্রচণ্ড গরম থাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন তিনি হাসপাতালে আছেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!