আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী কেন্দ্রীক সংগঠন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ আয়োজন করতে যাচ্ছে বিশেষ সেমিনার।
শনিবার, ৮ মার্চ, বিকেলে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে সেমিনারটি। এই নিয়ে ফাউন্ডেশনের মহাসচিব তানিয়া শারমিন বলেন, ‘নারী দিবসের তাৎপর্য তুলে ধরতেই আমাদের এই সেমিনারের আয়োজন। নারীরা নানা ভাবে এখনো নির্যাতনের শিকার। এই সেমিনারের মাধ্যমে নারীদের সচেতন করতে চাই।’
জানা গেছে, সেমিনারে অংশ নেবেন শতাধিক নারী ও নারী অঙ্গনের বিশিষ্টজনেরা।
২০২১ সালে যাত্রা শুরু হয় ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ এর। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আফরোজা হেলেন। তিনি পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রীও। মহাসচিবের দায়িত্ব পালন করছেন তানিয়া শারমিন। তিনি একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা , রন্ধনবিদ ও টেলিভিশন উপস্থাপক।






























