• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১০:১২ এএম
পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পল্টন মোড়। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল সোহরাব বলেন, ভোরবেলা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পল্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!