• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬
করোনা টিকা

১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৯:৪৫ এএম
১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন শুরু

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নিবন্ধনের আওতায় এসেছে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা। সুরক্ষা অ্যাপের মাধ্যমে তারা টিকার নিবন্ধন করতে পারবেন। 

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।

মহাপরিচালক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এ লক্ষ্যেই তাদের টিকা নিবন্ধন শুরু হয়েছে। শুক্রবার থেকে তারা নিবন্ধন করতে পারবেন।

গত ১৪ জুলাই করোনার টিকাগ্রহীতার বয়সসীমা ১৮-তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল সরকারের কোভিড-বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই করোনা প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

সবাইকে টিকার আওতায় আনতে ধারাবাহিকভাবে বয়সসীমা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর। সুরক্ষা অ্যাপটা ম্যানেজ করে আইসিটি বিভাগ। দেশে টিকা কর্মসূচি চালুর প্রথম দিকে ৫৫ বছর বয়সীদের জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। পরে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। দ্বিতীয় দফায় ৪০ বছর বয়সীদের অনুমোদন দেওয়া হয়। তৃতীয় দফায় টিকাগ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। এরপর ৩০ বছর এবং সবশেষ সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর বয়সীদের জন্য টিকা নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে টিকার অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সমীমার বাইরে রয়েছেন। মহামারি মোকাবিলায় সম্মুখসারির কর্মী, বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা নির্ধারিত বয়সসীমার শর্তের বাইরে থেকেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা স্থানীয় জনপ্রতিনিধি কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন মানুষ। 
এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৪ লাখ ৩৩২ আর নারী ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় ডোজ  টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৮৩ হাজার ৮১০ আর নারী ২৩ লাখ ৭০ হাজার ৫৯২ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ হাজার ১৩৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ।

Link copied!