হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১৬ জুলাই) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল।
শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সংস্থারটির পক্ষে থেকে জানানো হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, হাসেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২জন নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তভার ইতোমধ্যে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুন লাগে। ওই সময় কারখানা ভবনটিতে প্রায় ৪০০ এর বেশি কর্মরত ছিলেন।
কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক করার প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ সময় লাগে। এ অগ্নিকাণ্ডে মোট ৫২ জনের প্রাণহানি ঘটে।