• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

স্বামীসহ মাদক সম্রাজ্ঞী ‘বিন্দু মাসী’ আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০২:৩৯ পিএম
স্বামীসহ মাদক সম্রাজ্ঞী ‘বিন্দু মাসী’ আটক

ফরিদপুরের বোয়ালমারীর আলোচিত মাদক সম্রাজ্ঞী বিন্দু মাসী ওরফে রেবেকা বেগম (৩৫) ও তার স্বামী কাইয়ূম মোল্যাকে (৪৫) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোরে  বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক কামরুল হোসেন জানান, পুলিশ রাতে অভিযান চালিয়ে ভোর রাতে তাদের উপজেলার ছোলনা গ্রাম থেকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা আটকদের ফরিদপুর কোর্টে প্রেরণ করেছি।”

এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।”
 

Link copied!