• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

স্ত্রীসহ করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০১:২২ পিএম
স্ত্রীসহ করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। হাসপাতালের ভিআইপি কেবিনে তিনি চিকিৎসাধীন। আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী।

চিকিৎসকরা জানান, দুজনই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে তাদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডে বসা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হন। পরে প্রধান বিচারপতিরও করোনার পজিটিভ আসে। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারক করোনায় আক্রান্ত। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদও করোনায় আক্রান্ত হয়েছেন। 

সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্র জানায়, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বেঞ্চ পরিচালনা করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!