• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

সস্ত্রীক করোনা আক্রান্ত মেয়র তাপস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৫:৪১ পিএম
সস্ত্রীক করোনা আক্রান্ত মেয়র তাপস
ফাইল ছবি

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দিলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তার রেজাল্ট পজিটিভ আসে।

এর আগে রোববার (৯ জানুয়ারি) স্ত্রীও করোনায় আক্রান্ত হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, “আগামীকাল (শুক্রবার) মেয়র তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিলো। এ জন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তিনি সকাল থেকে অফিস করেছেন। এখন বাসায় চলে যাচ্ছেন। তার হালকা কাশি রয়েছে।” 

এর আগে মেয়র ও তার দুই ছেলে করোনায় আক্রান্ত ছিলেন বলে জানান ডিএসসিসির এই কর্মকর্তা।

Link copied!