• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

সশরীর শুরু হলো বিচারকাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১২:৪৪ পিএম
সশরীর শুরু হলো বিচারকাজ

প্রায় ২০ মাস পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে বিচার কার্যক্রম শারীরিক উপস্থিতি এত দিন বন্ধ রাখা হয়।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। একই দিন হাইকোর্ট বিভাগের বিচারকাজেও শারীরিক উপস্থিত শুরু হয়েছে।

গত সোমবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আপিল ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ ১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার ‘সাধারণ ছুটি’ ঘোষণা করে। আদালতেও সাধারণ ছুটি ঘোষিত হয়।

সশরীর সর্বশেষ আপিল বিভাগ বসে গত ১২ মার্চ। এরপর ওই বছর মে মাসে অধ্যাদেশ জারি করা হলে ভার্চুয়াল কোর্ট চালু হয়। পরে ভাইরাসের প্রকোপ কমলে কঠোর স্বাস্থ্যবিধি মেনে নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম চালু করা হয়। এরপর ভার্চুয়ালের পাশাপাশি হাইকোর্টের কয়েকটি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়।। তবে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রমে বসেননি আপিল বিভাগ।

Link copied!