• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বিদায়ী সাক্ষাৎ রোববার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৬:০৩ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে ইসির বিদায়ী সাক্ষাৎ রোববার
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী রোববার বিদায়ী সাক্ষাৎ করবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাদের সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ওই দিন সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী এই ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ওই বছর ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি (সোমবার) তাদের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

মেয়াদ শেষ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রবিবার রাষ্ট্রপতির কাছে বিদায়ী সাক্ষাতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “আমরা রোববার সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবো। এটা সৌজন্য সাক্ষাৎ বলা হলেও বস্তুত এটাকে বিদায়ী সাক্ষাৎ বলতে পারেন।”

বর্তমান কমিশন নিয়োগ পাওয়ার পর ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে।

Link copied!