• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মৌখিক পরীক্ষা ছাড়াই চিকিৎসক-নার্স নিয়োগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৮:২৯ পিএম
মৌখিক পরীক্ষা ছাড়াই চিকিৎসক-নার্স নিয়োগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার রোগীদের চিকিৎসায় মৌখিক পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দ্রুত চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসক ও নার্স প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছেন, তারা কত কাজ করবেন? দেড় বছর ধরে হচ্ছে। নতুন চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নেওয়া হচ্ছে।”

করোনা রোগীদের জন্য নতুন হাসপাতাল হবে কি না, সে বিষয়ে জাহিদ মালেক বলেন, “নতুন করে আর কোথায় হাসপাতাল চালু করব? নতুন তো কোনো ভবনও নেই।”

মন্ত্রী বলেন, “আমরা ইন্টারভিউও বাদ দিয়েছি। অনুরোধ করেছি ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন নেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি তাদের কাজে যোগদান করার সুযোগ করে দেওয়া হোক, সেই ব্যবস্থাটাও আমরা করেছি।”

টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোভ্যাক্স থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি; যেমন মডার্না, ফাইজার। সেখান থেকে ছয় কোটি ৮০ লাখ আসবে অর্থাৎ সাত কোটি আসবে।”

জনসন অ্যান্ড জনসনের সঙ্গে সাত কোটি ভ্যাকসিনের চুক্তি করেছি, সেটি আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে হয়তো আমরা পাব বলে তিনি উল্লেখ করেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মোট ২১ কোটি ভ্যাকসিন পাচ্ছি।”

 

Link copied!