বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নূরুল হুদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:০৪ পিএম
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নূরুল হুদা

বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা।

সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা-২৬ (২) এবং ধারা-২৬ (৩) অনুযায়ী  প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।

সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার জন্ম ১৯৪৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হন।

মুহম্মদ নূরুল হুদা নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন।

গত ২৪ মে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর  ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান একাডেমির সচিব এএইচএম লোকমান।

Link copied!