ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি স্টাইলে তরুণীকে অপহরণ মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মো. জসিম উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জসিম ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানাধীন মোন্দ গ্রামের মো. ধন মিয়ার ছেলে। তিনি মধ্যপ্রাচ্য প্রবাসী।
মঙ্গলবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, এসএসসি পরীক্ষার্থী ওই তরুণীর ভাষ্যমতে, জসিম দীর্ঘদিন ধেরে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় সে (জসিম) বিভিন্ন সময় ওই তরুণীকে অপহরণসহ ভয়ভীতি প্রদর্শন ও উত্ত্যক্ত করতেন।
র্যাব আরও জানায়, গত শনিবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্কুল শেষে বাসায় যাওয়ার পথে ভুক্তভোগী ওই তরুণীকে জোরপূর্বক প্রাইভেট কারে উঠিয়ে অপহরণ করে মো. জসিমসহ কয়েকজন। কয়েক ঘণ্টা তারা তরুণীকে গাড়িতে আটকে রেখে ঘোরাঘুরি করে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগী তরুণীকে নিয়ে এক নিকট আত্মীয়ের বাসায় যায়। এর মধ্যে বিষয়টি গণমাধ্যমসহ এলাকায় জানাজানি হলে রাত ৮টার দিকে তরুণীকে ছেড়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় সোমবার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জসিমসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা করে ভুক্তভোগীর মা। পরে অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডায় এক নিকট আত্মীয়ের বাসা থেকে মামলার প্রধান আসামি জসিমকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।