রাজধানীর পল্টনে ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৩টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাকির (৩০) ও শাকিল (১৫)। তারা রাজধানীর রাজ হোটেলের কর্মচারী।
পল্টন থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন গণমাধ্যমকে জানান, ময়লা ফেলে আসার সময় একটি ট্রাক রাজ হোটেলের দুই কর্মচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় জাকির এবং শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই আশরাফ আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পল্টন থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।