• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

পরীমনি-হেলেনাদের প্রতিবেদন শিগগিরই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৩:৫১ পিএম
পরীমনি-হেলেনাদের প্রতিবেদন শিগগিরই

চিত্রনায়িকা পরীমনি,  চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, কথিত মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে করা ১৫টি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান। আগামী দেড় মাসের মধ্যে এসব মামলার প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, “১৫টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষের পথে আছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুলিশ রিপোর্ট জমা দেবে সিআইডি।”

সিআইডি প্রধান আরো বলেন, “মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্তের জন্য গ্রেফতার অনেকের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে।”

তিন দফায় পরীমনির কেন রিমান্ড চাওয়া হলো— এমন প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, “তদন্তের জন্যই তিন দফা পরিমনিকে রিমান্ডে আনা হয়েছে।”

মাহবুবুর রহমান জানান, পরিমনিসহ ১৫টি মামলায় আপাতত আর কাউকে ডাকা হবে না। বাসা থেকে উদ্ধার হওয়া মাদক বিদেশ থেকে বা এয়ারপোর্ট থেকে কিনে বাসায় রাখা হয়েছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে।

Link copied!