বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে রাজধানীর বাহদুর শাহ পার্ক ও সদরঘাট এলাকায় পথশিশুদের মধ্য খাবার বিতরণ করেছে শহীদ রুমী স্কোয়াড সুত্রাপুর শাখা।
শুক্রবার (১ অক্টোবর) এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন রুমী স্কোয়াডের সংগঠক রাফিকুজ্জামান ফরিদ, শাহিনুর সুমি এবং সুত্রাপুর শাখার সদস্য তন্ময় বিশ্বাস, মুশফিক জামি, রাশেদ, শাহাদাত প্রমুখ।
এসময় সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের জন্য সরকারি উদ্যোগে পুনর্বাসন করার জন্য আহ্বান জানানো হয়।
শহীদ রুমী স্কোয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য
শহীদ রুমী স্কোয়াড একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য শহীদ রুমীসহ বীরযোদ্ধা ও বড় মনীষীদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া ও চর্চা করা। তার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে যেকোনো স্বেচ্ছাসেবী কাজে নিজেকে নিযুক্ত করা। ব্যক্তিগত ক্যারিয়ারিস্টিক জীবনকে তুচ্ছ করে রুমী যেভাবে বঞ্চিত-নিপীড়িত মানুষদের জন্য কাজ করেছেন তার সেই আদর্শ নিজে চর্চা করা, সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলা এবং পাড়া-মহল্লায় ছেলেমেয়েদের এই কাজে অনুপ্রাণিত করা।