• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ধর্ষণের হুমকি: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:৪৬ পিএম
ধর্ষণের হুমকি: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা

হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই চালকের সহকারীকে গ্রেপ্তারসহ দুই দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। অন্য দাবিটি হলো, গণপরিবহনের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুই দফা দাবিতে রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে মঙ্গলবার (২৩ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন তারা।

এর আগে বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ঠিকানা পরিবহনের চালকের সহকারীর বিরুদ্ধে। অবরোধকারী শিক্ষার্থীরা জানান, শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চান বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী। এ সময় চালকের সহকারী ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন। এর প্রতিবাদেই এবং অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবিতে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভের কারণে সকালে রাজধানীর চানখাঁরপুল, বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’সহ বিভিন্ন লেখার প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে শোনা যায়।

Link copied!