চীন সরকারের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (১৩ আগস্ট) বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চীন থেকে টিকার এই চালান নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট করোনা টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে। রাতেই বিমানটি দেশে ফেরার কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা এসেছে। এছাড়া ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পাঠিয়েছে চীন সরকার।
সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বলেও জানানো হয়।
এখন পর্যন্ত বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ২৫ লাখ ডোজ। এর মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ সরকারের কেনা টিকা। এছাড়া কোভ্যাক্সের উদ্যোগে দুই দফায় সিনোফার্মের টিকা এসেছে ৩৪ লাখ।






























