• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দরজা ভাঙচুরের অভিযোগ পরীমনির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৬:২৮ পিএম
দরজা ভাঙচুরের অভিযোগ পরীমনির

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সাদা পোশাকে কিছু মানুষ বাসার দরজা ভাঙচুর করছে বলে অভিযোগ করেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

বুধবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই অভিযোগ করেন পরীমনি।

লাইভে পরীমনি বলেন, “কিছু মানুষ আমার বাসার দরজায় এসে ধাক্কাধাক্কি করছে। কেউ সাদা পোশাক, কেউ লাল পোশাক। তারা বলছে, তারা থানা থেকে আসছেন। তারা পুলিশের লোক। কোন থানা থেকে আসছে জিজ্ঞেস করার পর তারা বাজে ব্যবহার করছে। যেটা কোনো পুলিশ তদন্তের স্বার্থে বা অন্য কোনো কাজে এলে প্রথমে এমন বাজে ব্যবহার করতে পারে না।”

পরীমনি আরও বলেন, “সাদা পোশাকের লোকগুলো নিচের মেইন গেটে, বাড়ির মেইন গেট ভাঙচুর করে বাড়ির ভেতরে প্রবেশ করল। এখন ফ্ল্যাটের সামনে এসে দরজায় ভাঙচুর করছে।”

এ সময় পরীমনি সবার কাছে সহযোগিতা চেয়ে বলেন, “আপনারা কেউ আছেন আমার পরিচিত আশপাশে? আপনারা কি একটু আসবেন আমাকে সাহায্য করতে? আমি কিছু বুঝতে পারছি না। যারা মিডিয়ায় আছেন, যারা আমার লাইভ দেখছেন, তারা একটু ক্যামেরা নিয়ে আসবেন? না হলে আমাকে একটু বাঁচাতে আসবেন? আমি মরে যাচ্ছি ভাই!”

এদিকে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে জানানো হয়েছে। পরীমনির রাজধানীর বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত আছেন বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

Link copied!