• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,
বিমান

যান্ত্রিক ত্রুটি নিয়ে উড়াল, নাগপুরে জরুরি অবতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০২:১৫ পিএম
যান্ত্রিক ত্রুটি নিয়ে উড়াল, নাগপুরে জরুরি অবতরণ

ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে ওমানের মাস্কাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। তবে ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এই জরুরি অবতরণ বলে জানা গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে সকালে ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

বিজি-২২ ফ্লাইটের একজন যাত্রী জানান, রাতে নির্ধারিত সময়ে মাস্কাট থেকে যাত্রীদের ফ্লাইটে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে কিছু ত্রুটি ধরা পড়ে। পরে ৪ ঘণ্টা পর সেটি যাত্রা করে। যাত্রীরা বর্তমানে নাগপুর বিমানবন্দরে অবস্থান করছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!