ধামরাইয়ে খোলা সেপটিক টাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের একজনের বয়স ৫ বছর অপরজনের সাড়ে ৩ বছর।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন ও আব্দুর রহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।