• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ক্যাপ্টেন নওশাদের জানাজা সম্পন্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৩:০৬ পিএম
ক্যাপ্টেন নওশাদের জানাজা সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদর দপ্তর বলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন বলাকা মসজিদের ইমাম মুফতি মাওলানা কাইয়ুম। এ সময় জানাজায় অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আরেও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা, কর্মচারীসহ তার নিকট আত্মীয় ও বন্ধুরা।

এর আগে বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০২৬ ফ্লাইটে পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ দেশের মাটিতে পৌঁছায়।

বলাকায় জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে ক্যাপ্টেন নওশাদের মরদেহ বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Link copied!