• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

‘দুই কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত আছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৮:৪৮ পিএম
‘দুই কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত আছে’

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও রপ্তানি ও প্রবাসী আয়ের হাত ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত আছে। 

শুক্রবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এশিয়ার অর্থনীতিবিষয়ক সম্পূরক আউটলুকে এ তথ্য প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

এডিবি আশা প্রকাশ করেছে, বাংলাদেশে করোনার প্রথম ঢেউয়ের মধ্যে সব বাধা পেরিয়ে এগিয়ে গেছে অর্থনীতি। সেই ধারা অব্যাহত থাকবে ভবিষ্যতেও।

জুলাইয়ের আউটলুকে বলা হয়েছে, গত অর্থবছরের (২০২০-২১) প্রথম ১১ মাসে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। এ সময় প্রবাসী আয় বেড়েছে ৩৯ দশমিক ৫ শতাংশ।

একই সঙ্গে গত অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের রাজস্ব আদায় বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। এগুলোর হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার।

এ মাসের আউটলুকে আরও বলা হয়েছে, করোনার সংক্রমণ দক্ষিণ এশিয়ায় নতুন করে বেড়ে যাওয়ায় আগের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে কিছুটা ভাটা পড়েছে। অঞ্চলটি ২০২১ সালে ৮ দশমিক ৯ শতাংশ এবং ২০২২ সালে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে আভাস দিয়েছে এডিবি। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির এই নিম্নগতির অন্যতম কারণ ধরা হচ্ছে ভারতের করোনা বৃদ্ধিকে।

গত এপ্রিলের পূর্বাভাসে এডিবি বলেছিল, ২০২১ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১ শতাংশ হতে পারে। এখন বলা হচ্ছে, এর হার হবে সর্বোচ্চ ১০ শতাংশ। আর ২০২২ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৭ শতাংশ।

Link copied!