কথা বলার মধ্যেই বিএনপির রাজনীতি সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৬:৪২ পিএম
কথা বলার মধ্যেই বিএনপির রাজনীতি সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

কথা বলার মধ্যেই বিএনপির রাজনীতি সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, "বিএনপির পায়ের তলায় মাটি সরে গেছে। তাই তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা ‘খালি কলসি বাজে বেশি’র মতো। তাদের রাজনীতি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ।"

হাছান মাহমুদ আরো বলেন, "আওয়ামী লীগ জনগনের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত। সেই নির্বাচনে বিএনপির ধস হয়েছিল। এর পরের নির্বাচনগুলোতেও বিএনপি অংশ নিয়েছিল। সেগুলোর ফলাফল কী হয়েছে আপনারা জানেন। এমনকি বিএনপি প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারেনি।"

বরিশালের ঘটনার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‍"সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন। সেখানে কী ঘটেছে সেটা তদন্তে বেরিয়ে আসবে। তার আগে কিছু বলা প্রয়োজন নেই বলে আমি মনে করি।"

এরপর তথ্যমন্ত্রী শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত হন।

Link copied!