• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পর্দা উঠল অমর একুশে বইমেলার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৪:৩৫ পিএম
পর্দা উঠল অমর একুশে বইমেলার

অমর একুশে বইমেলার ৩৮তম আসরের পর্দা উঠেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এছাড়া ভাষা আন্দোলনের সত্তর বছর পূর্তি এবং সংবিধান প্রণয়নের পঞ্চাশ বছর পূর্তির তাৎপর্যকেও ধারণ করবে অমর একুশে বইমেলা- ২০২২।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

প্রতি বছর অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির ১ তারিখে শুরু হলেও এবার মাহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলে বইমেলার সময় আরও কিছুটা বাড়তে পারে।

এর আগে গত বছরও করোনার কারণে অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়েছিল। সেবার ১৪ এপ্রিল মেলা শেষ হওয়ার কথা থাকলেও সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুইদিন আগে অর্থাৎ ১২ এপ্রিল মেলা শেষ হয়ে যায়।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা নিয়ে বইমেলার আয়োজন করা হয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বর থাকছে সোহরাওয়ার্দী উদ্যানের এম্ফি থিয়েটারের পূর্ব দিকে মেলার মূল প্রাঙ্গণে। এবার মেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্যাভিলিয়ন থাকবে ৩৫টি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশুচত্বর থাকলেও করোনার কারণে ‘শিশুপ্রহর’ হবে না।

এছাড়া এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে মেলার মূল প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানের এম্ফি থিয়েটারের পূর্ব দিকে। সেখানে ১২৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেরও ব্যবস্থা। বইমেলার প্রচার কার্যক্রমের জন্য একাডেমিতে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে একটি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি তথ্যকেন্দ্র থাকবে।

প্রতি বছর বিকাল ৩টা থেকে বইমেলা শুরু হলেও এবার একঘণ্টা আগে ২টায় শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। এছাড়া ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!